সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পঞ্চগড়ে আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন 

পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার (১৩ জুলাই) পৌর সদরের শহীদ আব্দুল মান্নান সড়কের সংলগ্ন আইটি ট্রেনিং সেন্টারের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের এমপি মো. নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জে.এস জাফরুল্লাহ চৌধুরী, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়, দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।

টিএইচ